বাগদাদে মার্কিন দূতাবাস ও বিমান ঘাঁটির কাছে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২০, ০৮:১০| আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১১:২৩
অ- অ+

ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা- গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে শনিবার রাতে কয়েক দফা রকেট হামলা হয়েছে। এছাড়া মার্কিন সেনা অবস্থান নেয়া জাদ্রিয়া এলাকা ও বালাদ বিমান ঘাঁটিও রকেট হামলার শিকার হয়েছে। তবে এসব হামলায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।

ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি।

বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং এতে পাঁচজন আহত হয়েছেন।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানি নিহত হওয়ার একদিন পর এসব হামলা হলো। তবে এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।

ঢাকা টাইমস/০৫জানুয়ারি/কেএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত
ডাকসুকে অতি হাইপ দেয়া বন্ধ করুন:  জাহিদ
কুমিল্লায় বিয়ে করতে গিয়ে বর বিপাকে, দিতে হলো ১৫ লাখ টাকা জরিমানা
মেটার এআই চশমা দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন বদলে দিচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা