খালেদার সঙ্গে সাক্ষাতে ছয় স্বজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২০, ১৬:২১| আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৬:২৩
অ- অ+

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন তার স্বজনরা।

রবিবার বিকাল ৩টায় হাসপাতালের কেবিন ব্লকে প্রবেশ করেন খালেদা ছয় স্বজন।

স্বজনদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিঁথি, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনি জাহিয়া রহমান ও আরিফা ইসলাম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান এর আগে গত ১৬ ডিসেম্বর স্বজনরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তিনি বঙ্গবন্ধু মেডিকেলের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
সুরের মূর্ছনায় ‘মায়াবী সন্ধ্যা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা