ঢাবি ছাত্রী ধর্ষণ: তদন্ত প্রতিবেদন ২৮ জানুয়ারি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৯:৩০ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৯:২৯

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলায় আগামী ২৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার এজাহার আদালতে এলে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ নির্দেশ দেন।

এর আগে সোমবার রাতে মামলাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশ তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ কাজি শাহিন হক।

গত সোমবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং হলে থাকেন। গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা করেন। রাত ৭টার দিকে বাসটি ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাস স্ট্যান্ডে থামে। তিনি বাস থেকে নেমে ফুটপাট দিয়ে ৪০/৫০ গজ শেওড়ার দিকে হেঁটে আর্মি গলফক্লাব মাঠ সংলগ্ন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাতনামা ২৫/৩০ বছর বয়সী যুবক গলা ধরে তাকে ফুটপাতের পাশে মাটিতে ফেলে দেয়। তার গলা চেপে ধরে। তিনি অজ্ঞান হয়ে পড়লে আসামি ভিকটিমকে ধর্ষণ করেন। পরে ভিকটিম কিছুটা সুস্থ হলে আসামি তাকে মারধর করেন এবং বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে। আসামি ভিকটিমের কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করেন। পরবর্তীতে আসামি ভিকটিমের কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ দুই হাজার টাকা নিয়ে যায়। এক পর্যায়ে ভিকটিম দৌড়ে একটি রিকশাযোগে তার বান্ধবীর বাসায় যান। পরে তার বান্ধবী ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করান।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :