ইকার্দির হ্যাটট্রিকে ফ্রেঞ্চ লিগ কাপের সেমিতে পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৩:০২
অ- অ+

মাউরো ইকার্দির হ্যাটট্রিকে ফ্রেঞ্চ লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

বুধবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এএস সেন্ট ইতেইনের বিপক্ষে ৬-১ গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে টমাস টুখেলের শিষ্যরা।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। ৩৯তম মিনিটের পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এদিকে প্রথমার্ধ শেষ হবার এক মিনিট আগে গোল রক্ষক জেসি মৌলিনের ভুলে তৃতীয় গোলটি হজম করতে হয় সেন্ট ইতেইনকে।

দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি আদায় করেন ইকার্দি। ৫৭ মিনিটে আবারও গোল তুলে নেন ইন্টার মিলানের সাবেক এই তারকা। ৬৭ মিনিটে প্যারিসের হয়ে ষষ্ঠ গোল তুলে নেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

৭১ মিনিটে সেন্ট ইতেইনের হয়ে একমাত্র গোল করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ইওহান কাবায়ে।

(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাদওয়ান ববির বিরুদ্ধে দুদেকর মামলা
নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম
হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা