ভারত সফরের আগে অজি তারকার হুঙ্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:৩০
অ- অ+

বিরাট কোহলির ভারতকে টক্কর দেওয়ার হুমকি শোনা গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের গলায়। তিন ম্যাচের ওয়ানডে সফরে ভারতে রওয়ানার আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি।

১৪ জানুয়ারি মুম্বাইয়ে সিরিজের প্রথম ওয়ানডে। তারপর ১৭ তারিখ রাজকোটে ও ১৯ তারিখ বেঙ্গালুরুতে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ফিঞ্চের মতে, ঘরের মাঠে ভারতকে বিপদে ফেলার মতো ক্ষমতা অস্ট্রেলিয়ার রয়েছে। তাছাড়া গত বছরের শুরুতেও ভারতে এসে একদিনের সিরিজ ৩-২ জিতেছিল অস্ট্রেলিয়া। সেটাও মনোবল বাড়াচ্ছে।

বৃহস্পতিবার রওয়ানা হওয়ার আগে অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘ভারতীয় কন্ডিশনে খেলার পক্ষে আমাদের গেমপ্ল্যান যে যথেষ্ট ভাল, সেই আত্মবিশ্বাস রয়েছে আমাদের। উপমহাদেশে খেলার সময় ভারত যখন চালকের আসনে থাকে তখন এত দাপট দেখায় যে নিজেদের গেমপ্ল্যানের উপর সংশয় তৈরি হয়। ভারত বা পাকিস্তান বা শ্রীলঙ্কা, বিপক্ষে যেই থাক, নিজের উপর তৈরি হয় সংশয়। কিন্তু আমরা জানি যে ভারতে গিয়ে ভারতকে হারানোর মতো স্কিল রয়েছে, তেমন গেমপ্ল্যানও রয়েছে। এটাই আমাদের ভারতে যাওয়ার সময় আত্মবিশ্বাস বাড়াচ্ছে।’

ভারত সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন টেস্টে দারুণ ছন্দে থাকা মার্নাস মাবুশানে। এবার ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক করবেন তিনি। ফিঞ্চ বলেছেন, ‘আমরা জানি যে ও পরিস্থিতি প্রতিকূল হলেও ঘাবড়ে যাবে না। অ্যাশেজর শুরুতে খেলতে না পারলেও টেস্ট ক্রিকেটে দারুণ ভাবে ফিরেছে ও। রয়েছে অবিশ্বাস্য ফর্মে। আশা করছি, সেই ফর্মেই ও খেলবে। ঘরোয়া একদিনের ক্রিকেটে অসাধারণ ব্যাট করেছে ও। ভাল না খেলার কোনও কারণ তো আমার নজরে পড়ছে না।” স্পিনের বিরুদ্ধে লাবুশানে যে ভাল খেলেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন ফিঞ্চ।

ভারতে সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিংস, পিটার হ্যান্ডসকম্ব, স্টিভ স্মিথ, জোশ হ্যাজলেউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, ডি’আর্কি শর্ট, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

(ঢাকাটাইমস/৯ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশে নির্মিত সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
‘মেট গালা’য় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে শাহরুখের ইতিহাস
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 
শিল্পী প্রদ্যোত কুমার দাসের শিল্পকর্ম প্রদর্শনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা