শীতে কষ্টে উত্তরের মানুষ, ফখরুল বসে আছেন ঢাকায়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ১৭:১০
অ- অ+

উত্তরের মানুষ তীব্র শীতে থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জনগণের পাশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বাড়ি উত্তরবঙ্গে। এখানকার মানুষ শীতে কষ্ট করছে। অথচ তিনি ঢাকায় বসে আছেন। তিনি জনগণের পাশে নেই।’

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শীতে কাঁপছে আর বিএনপি ভোটের রাজনীতি করছে। তারা আগেও ভোটে হেরেছে এখনও হারবে। বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। তারা এনালগ বাংলাদেশ চায়।’

‘বিএনপি মানে অন্ধকার, বিএনপি মানে ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসী দল। বিএনপি গরিবের সরকার নয়। তারা হলো কোটিপতির সরকার।

সৈয়দপুরবাসীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মত একটি দল শীতে আপনাদের পাশে আছে? না, তারা নেই। বিএনপির ভোটেও খড়া, আন্দোলনেও খড়া। মির্জা ফখরুল এখন টেলিভিশনে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করে যাচ্ছে। তাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি, আর আওয়ামী লীগের রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি।’

এ সময় ডিজিটাল বাংলাদেশ চায় না বলেই ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আপত্তি করছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি বিশ্ব স্বীকৃত, কিন্ত বিএনপি আধুনিক ব্যবস্থা চায় না। তাই তারা ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন।’

সরকার ও আওয়ামী লীগ শীতার্ত মানুষের পাশে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, উত্তরাঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালোবাসেন। এজন্য কেন্দ্রীয় কমিটিতে দুজন নেত্রীকে স্থান দিয়েছেন তিনি। তিনি বিহারীদের পূনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন।

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ দলটির নেতারা।

ঢাকাটাইমস/১১জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা