রবিবার যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২০:৩৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের অহিংস নাগরিক আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষ্যে আগামী রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

শান্তিতে নোবেলজয়ী এই নেতা ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। এটি মার্টিন লুথার কিং জুনিয়রের ৯১তম জন্মবার্ষিকী। মহান এই নেতার জন্মদিনে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটি পালন করা হয়।

দূতাবাসের পাঠানো বার্তায় জানানো হয়, কিংবদন্তি এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

তবে দূতাবাস বন্ধ থাকাকালীন সময়েও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরী সেবা অব্যাহত থাকবে বলে বার্তায় জানানো হয়। আর তাদের জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

আফ্রো-আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করা এই নেতার ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে ঐতিহাসিক ভাষণ ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ আজও বিশ্বের সেরা ভাষণের একটি।

মার্টিন লুথার কিং জুনিয়র আজ থেকে ৫১ বছর আগে ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর ছোড়া গুলিতে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা