ভালুকায় স্কুলে বহিরাগতদের হামলা, আহত ২০

ভালুকা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১৯:০২
অ- অ+

ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি তুচ্ছ ঘটনা নিয়ে বহিরাগতদের হামলায় অন্তত ২০ ছাত্র আহত হয়েছে। সোমবার দুপুরের হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সূত্রে জানা যায়, রবিবার খেলাধুলা নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রের সঙ্গে অষ্টম শ্রেণির এক ছাত্রের ঝগড়া হয়। সোমবার সকালে ওই দুই ছাত্রকে ডেকে নিয়ে প্রধান শিক্ষক বিষয়টির মীমাংসা করে দেন। পরে শ্রেণি কক্ষে যাওয়ার সময় মাঠেই সপ্তম শ্রেণির ছাত্র তার বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা করে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার অষ্টম শেণির ছাত্র নাবিল, রিফাত, সাফিন, আসিফ, রাজিব, প্রিয়, হানিফ, তারেক, সপ্তম শ্রেণির ছাত্র শ্রাবণসহ ২০ ছাত্র আহত হয়। তাদের থামাতে গিয়ে বিদ্যালয়ের ক্যাবিনেট ছাত্র সংসদের সভাপতি সাজিদও আহত হয়েছে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক উল্লাহ চৌধুরী তাৎক্ষণিক বিদ্যালয় ছুটি ঘোষণা করে বিদ্যালয় পরিচালনার কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভা করেন।

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী বলেন, ‘বিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্রের অভিভাবককে ডাকা হয়েছে। তিনি আসলে বিষয়টি নিয়ে বসা হবে। তিনি যদি না আসেন, তাহলে প্রশাসনের কাছে হামলাকারীদের নামের তালিকা দেয়া হবে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ‘স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব নিয়েছেন। যদি মীমাংসা না করতে পারেন, তাহলে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা