গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
| আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৫:৫২ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৫:২৩

গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মঙ্গলবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদ হলরুমে এই মেলার আয়োজন করা হয়। এই মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খানের সভাপতিতে উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

মেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১১টি স্টল বসেছে। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবন প্রদর্শন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোর্শেদ, কৃষি কর্মকর্তা সেকেন্দার, যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জাহিদ পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেনসহ শিক্ষার্থী ও সুধীজন।

সদর উপজেলা ছাড়াও কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায়ও এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/পিএল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :