বর্ষসেরা ক্রীড়াবিদ রোমান সানা

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন দেশসেরা আর্চার রোমান সানা। ক্রীড়ানুরাগীদের সরাসরি ভোটে ২০১৯ সালের বর্ষসেরা ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ পুরস্কারটিও লাভ করেন রোমান সানা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার বিএসপিরএ’র নিয়মিত আয়োজন ‘কুল বিএসপিএ পুরস্কার ২০১৯’ তুলে দেয়া হয়।
বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং এআইপিএ এশিয়ার সভাপতি সাত্তাম আলসেহালি অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন।
রোমান সানা ছাড়াও ক্রীড়া সংগঠক এবং স্পন্সরসহ ১৩ ক্রীড়া ব্যক্তিত্ব নিজ নিজ ইভেন্টের বর্ষ সেরার পুরস্কার লাভ করেন।
এবারের পুরস্কার জয়ীরা
বর্ষসেরা ক্রীড়াবিদ: রোমান সানা (আর্চারী)।
পপুলার চয়েজ অ্যাওয়াড: রোমান সানা (আর্চারী)।
বর্ষসেরা ক্রিকেটার: সাকিব আল হাসান
বর্ষসেরা ফুটবলার: জামাল ভুঁইয়া
বর্ষসেরা আর্চার: রোমান সানা
বর্ষসেরা ভারোত্তোলক: মাবিয়া আক্তার সীমান্ত
বর্ষসেরা কারাতেকা: হুমায়রা আক্তার অন্তরা
বর্ষসেরা ফেন্সার: ফাতেমা মুজিব
উদীয়মান ক্রীড়াবিদ: ইতি খাতুন (আর্চারী)
বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড়: দীপু চাকমা
বর্ষসেরা কোচ: মার্টিন ফ্রেডরিক
বর্ষসেরা সংগঠক: কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব (দু’জন): রফিক উল্যাহ আখতার মিলন এবং তাজুল ইসলাম
বিশেষ সম্মাননা: আব্দুল জলিল
বর্ষসেরা পৃষ্ঠপোষক: সিটি গ্রুপ।
(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এসইউএল)

মন্তব্য করুন