ঢাকায় কাউন্সিলরের লোকজনের হামলায় দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৯

সিটি করপোরেশন নির্বাচনের দিন ঢাকায় বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন দুই সাংবাদিক।

ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আইয়ুব আনছার মিন্টুর লোকজন মাছারাঙা টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলা করে। এসময় তাদের গাড়িও ভাঙচুর করা হয়।

জানা গেছে, সোমবার বিকালে সংবাদ সংগ্রহকালে রিপোর্টার হাসনায়েন তানভীর ইমন ও ক্যামেরাম্যান সাইফুল ইসলামকে একটি ক্লাবের ভেতর নিয়ে মারধর করা হয়। এতে তারা আহত হন। এসময় তাদের কাছ থেকে মেমোরিকার্ডও রেখে দেয়া হয়।

বাড্ডার বেরাইদে নবনির্বাচিত কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহর ভাগ্নে।

ঘটনার কথা স্বীকার করলেও এতে তার লোকজন জড়িত নয় বলে দাবি করেছেন কাউন্সিলর আইয়ুব আনছার। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। নির্বাচিত হওয়ায় এক জায়গায় আমাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হচ্ছিল। আর গাড়িতে মোবাইল ছিল। সাংবাদিকরা ফোন দিয়েছেন কিন্তু আমি দেখিনি। পরে এলাকায় পা রাখতেই এই ঘটনা শুনে সেখানে যাই। যারা হামলা করেছে তারা ছাত্রলীগের পরিচয় দিয়েছে। কিন্তু আমার নির্বাচনের সময় তো আওয়ামী লীগ, ছাত্রলীগ কেউ ছিল না। এলাকার জনগণ ছিল। তাই কারা হামলা করছে আমি জানি না।’

এই হামলার দায় এড়াতে পারেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না আমি দায় এড়াতে পারি না। আর যারাই হামলা করেছে তারা নিশ্চয়ই এই এলাকার। আমি তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। যারা এটা করেছে তারা আমার ভালো চায় না।’

নবনির্বাচিত কাউন্সিলর বলেন, ‘যেহেতু ঘটনা ঘটেছে। তাই এখন আপনারা (সাংবাদিক) সেই বিচার আমি মেনে নেব।’

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিল প্রার্থীর সমর্থকরা জড়িত। তারা ক্যামেরাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছিল। পরে সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে মেমরি কার্ড পাওয়া যায়নি। সেটা উদ্ধারে পুলিশ কাজ করছে।’

হামলার শিকার সাংবাদিকরা কোনো অভিযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/বিইউ/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

এই বিভাগের সব খবর

শিরোনাম :