ফেসবুকে ভেরিফাইড বাপ্পী চৌধুরী

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৭| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৯
অ- অ+

ফেসবুকে ভেরিফাইড হল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেইজ। হালের এই ক্রেজের ফেসবুক পেইজটি যাচাই-বাছাই করে সেটির যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল থেকে বাপ্পীর ফেসবুক পেইজের নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। পেইজটিতে বর্তমানে লাইকের সংখ্যা দুই লাখের কাছাকাছি।

বাপ্পী চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘পেইজটি ভেরিফাইড হওয়ার কারণে ভক্তরা এখন আর আমার নামে খোলা অন্য পেইজগুলো দেখে বিভ্রান্ত হবেন না। পেইজ ভেরিফাইড হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে আমি খুব খুশি।’

বাপ্পী চৌধুরীর পেইজের এডমিন আশরাফুল ইসলাম বলেন, ‘জনপ্রিয় ব্যক্তিদের নামে বর্তমানে অনেক ভুয়া আইডি কুলে সেখানে মিথ্যা তথ্য দেয়া হয়। যার কারণে সেসব ব্যক্তিরা ব্যক্তিগত জীবনে বিব্রতকর পরিস্থিতে পড়ে যান। তাই জনপ্রিয় ব্যক্তিদের পেইজ ভেরিফাইড করে রাখলে ভক্তদের বিভ্রান্ত হতে হয় না।’

বর্তমানে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাপ্পী চৌধুরী। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ডেঞ্জার জোন’ ও ‘প্রেমের বাধন’সহ বেশ কয়েকটি সিনেমা।

ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা