ভারতের বিপক্ষে বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৩
অ- অ+

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির কোনো টুর্নামেন্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে সেমিফাইনালে পাকিস্তানকে হারানো ভারত। ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারতের ম্যাচে বাংলাদেশকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পক্ষে সমর্থন প্রকাশ করছে পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা।

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠার পর থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে ভূয়সী প্রশংসায় ভাসছে বাংলাদেশের যুবারা। নতুন চ্যাম্পিয়ন দেখতে উন্মুখ সবাই। পিছিয়ে নেই পাকিস্তানও। প্রশংসার স্তুতি বাণী আসছে তাদের থেকেও।

সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে বাংলাদেশের প্রশংসায় মাতোয়ারা হয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের দ্বারা পরিচালিত ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের ফেসবুক পেইজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ছবি পোস্ট করে তাদের অভিনন্দন জানায়।

ছবিটি আপলোডের পর থেকেই চার হাজারের বেশি লাইক এবং রি্য়্যাক্ট পরে। ১৭৮ জনেরও বেশি কমেন্ট করেন সেখানে। সেই সঙ্গে ১০১ জন শেয়ারও করেন। সেই পোস্টে কমেন্ট করছেন বাংলাদেশ এবং পাকিস্তানি ক্রিকেটমোদীরা।

নাফিস সিদ্দিকি নামে একজন কমেন্ট করেন, যাও এবং ভারতকে হারাও। আমরা তোমাদের সাথে আছি। মাউজ হোসাইন নামের এক ব্যক্তি লেখেন, শুভ কামনা বাংলাদেশ দলের জন্য, আশা করি তাঁরা তাদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতবে। সাদ মাসুদ নামের একজন তো বলেই বসেন, ‘পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে কিছু শিখতে চায়।’

শুধু তাই নয়। সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি উদযাপনের ছবি পোস্ট করে সেটিকে দুর্দান্ত সেঞ্চুরি বলে আখ্যায়িতও করে।

এছাড়াও তারা ফাইনালে কে জিতবে সেটা নিয়ে একটি ভোটেরও ব্যবস্থা করেছে তাদের পেইজে। যেখানে ৬৭ শতাংশ ভোট পেয়েছে বাংলাদেশের যুবারা।

(ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা