দ্রুতগতিতে তামিমের অর্ধশতক পূরণ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭
অ- অ+

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুতগতিতে অর্ধশতক পূর্ণ করেছেন তানজিদ হাসান তামিম। ছয় নম্বর ব্যাটসম্যোন হিসেবে মাঠে নেমে অনেকটা টি-টোয়েন্টি মেজাজে অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। মাইলফলক স্পর্শের পথে ৩ চার ৫ ছক্কা হাঁকিয়েছেন তামিম।

৬৯ রানে ৫ উইকেট হারানোর পর ক্রিজে আসেন তামিম। অধিনায়ক আল-আমিন জুনিয়রের সাখে হাল ধরেন দলের। ক্রিজে এসেই ছক্কা হাঁকিয়ে বড় কিছুর আভাস দেন তিনি।

এর আগে ৭ উইকেটে ২৯১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী জিম্বাবুয়ে। সফরকারীদের ইনিংসে অর্ধশতক হাঁকান দুই ব্যাটসম্যান কেভিন কাসুজা ও চার্ল মুম্বা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান আসে কাসুজার ব্যাট থেকে। তাছাড়া ৫৪ রানে অপরাজিত থাকেন মুম্বা।

স্বাগতিক বোলারেদের মধ্যে শাহাদাত হোসেন নেন সর্বোচ্চ তিনটি উইকেট। তাছাড়া আল-আমিন দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি  
শেখ হাসিনার আমলে হওয়া নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা