ইমন-মাহি জুটির প্রথম ছবি ‘ব্লাড’

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ০২ মার্চ ২০২০, ১০:৩২ | প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১০:২৩

ঢাকাই চলচ্চিত্রে প্রায় ৯ বছরের কেরিয়ার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। ২০১২ সালে শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। অন্যদিকে চিত্রনায়ক মামনুল হাসান ইমনের চলচ্চিত্রে অভিষেক আরও আগে। ২০০৭ সালে তিনি প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে।

একটু দেরিতে হলেও একসঙ্গে রুপালি পর্দায় মুখ দেখাতে চলেছেন এই দুই তারকা। ‘ব্লাড’ নামে অ্যাকশন ঘরানার গল্পের একটি ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ইমন ও মাহি। এই ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। রবিবার এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান নির্মাতা জাকির হোসেন রাজু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন ‘ব্লাড’ ছবির পরিচালক, শিল্পী ও সকল কলাকুশলীরা।

অনুষ্ঠানে অভিনেতা ফারুক বলেন, ‘অনেককেই বলতে শুনি, এখন ছবি চলে না। কিন্তু আমি মনে করি, ছবির মতো ছবি বানালে অবশ্যই চলে। ‘ব্লাড’ নামটির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। ইমন ও মাহি ছবিটিতে ভালো করবে বলে আমার বিশ্বাস। আমার ছোট ভাই সুমন ছবিটি পরিচালনা করছে। তাদের সবার জন্য শুভকামনা রইল।’

চিত্রনায়িকা মাহি বলেন, তখন দশম শ্রেণিতে পড়ি। বন্ধুরা একদিন বলল, খুব সুন্দর একজন নায়ক আসবেন স্কুলে, ‘লালটিপ’র নায়ক। তিনি সবার কপালে লাল টিপ পরিয়ে দেবেন, সঙ্গে একটা করে গোলাপ। তখন খুব খুশি হয়েছিলাম, ইমন আসবে তাকে সামনাসামনি দেখব। সেই ইমনের সঙ্গে ‘ব্লাড’ ছবিতে অভিনয় করতে যাচ্ছি। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে।’

ইমন বলেন, ‘২০২০ সালের শুরুতেই প্রতিজ্ঞা করেছি। সেটা হল, এ বছরটা আমার জন্য সিনেমার বছর হবে। চলতি বছরে দর্শকদের বেশ কিছু ভালো ছবি উপহার দিতে চাই। তার একটি হতে যাচ্ছে ‘ব্লাড’। ছবিটির জন্য এরই মধ্যে জিম করা শুরু করেছি, অভিনয়ের বিষয়ে গুরুত্ব বাড়িয়েছি। সবার সহযোগিতা পেলে একটা ভালো ছবি উপহার দিতে পারব।’

অ্যাকশন থ্রিলার ‘ব্লাড’ ছবির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক ওয়াজেদ আলী সুমন।

ঢাকাটাইমস/০২মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :