উপনির্বাচন: বিএনপির তিনটি বিশেষ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ২০:৫৬
অ- অ+

অন্যান্য নির্বাচনের মতো যশোর, বগুড়া ও গাইবান্ধার উপনির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিশেষ কমিটি করেছে বিএনপি।

বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

এসব কমিটির নেতা যশোর-৬, বগুড়া-১ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীদের হয়ে নির্বাচন পরিচালনা করবেন।

যশোর-৬ উপনির্বাচনে দলটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অধ্যাপিকা নার্গিস ইসলাম, সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সামাদ বিশ্বাস, মশিউর রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রভাষক আলাউদ্দিন আলা।

বগুড়া-১ উপনির্বাচন পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মোরশেদ মিল্টন, এ কে এম আহসানুল হাবিব রাজা, মীর শাহ আলম, তৌহিদুল আলম মামুন, মাসুদুর রহমান হিরু মন্ডল, অ্যাডভোকেট নুর এ আযম বাবু ও এরফানুর রহমান রিন্টু।

গাইবান্ধা-৩ উপনির্বাচন পরিচালনায় দলটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে আহ্বায়ক করে নয় সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুল আলম সাজু, আব্দুল খালেক বাবু, জাহাঙ্গীর আলম, খন্দকার আহাদ আহমেদ, মাহমুদুন্নবী টুটুল, শহিদুজ্জামান শহিদ, অ্যাডভোকেট হানিফ বেলাল ও খন্দকার ওমর ফারুক সেলু।

(ঢাকাটাইমস/০৪মার্চ/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা