সম্রাটের সহযোগীর অবৈধ সম্পদ

এক দিন জেলবাসের পর জাকিরের স্ত্রীর জামিন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২০, ২১:০৫ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ২১:০১

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য (বহিষ্কৃত) জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমা সাড়ে চার কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় এক দিন কারাবাসের পর জামিন পেলেন।

আজ বৃহস্পতিবার তার জামিনের আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ।

এর আগে বুধবার আয়েশা আক্তার একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম।

গত বছরের ১৭ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সোমার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

মামলায় বলা হয়, আয়েশা আক্তার সোমা একজন গৃহিণী। তার নামে থাকা অবৈধ সম্পদের উৎস তার স্বামী। তার নামে ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৭৮৮ টাকার স্থাবর এবং ৬৫ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব পাওয়া গেছে। অর্থাৎ মোট ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক সোমা।

মামলায় সম্পদ সম্পর্কে বলা হয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাওয়া তথ্যমতে, দেশের বিভিন্ন ব্যাংকে চলতি, সঞ্চয়ী ও এফডিআর হিসাবে ৪ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা জমা পাওয়া গেছে। তার আগে তার স্বামী জাকির হোসেনের নামে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যার জন্য গত বছর ১৩ নভেম্বর দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। অথচ ২০১৮-১৯ করবর্ষে আয়কর নথিতে জাকির ৮৪ লাখ ৯৫ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছেন।

তার সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো- রাজধানীর পুরানা পল্টন ও বিজয়নগরে তিনটি বাড়ি, শান্তিনগর, সেগুনবাগিচা, বিজয়নগর ও সিদ্ধেশ্বরী এলাকায় ২৮টি ফ্ল্যাট ও গাজীপুরের কোনাবাড়ীতে আছে ১০০ কাঠা জমি।

ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে গত বছর ২৯ অক্টোবর ভোলা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে তিনি কারাগারে আছেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :