ভিডিও কনফারেন্সে হবে আইসিসির বোর্ড সভা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ১৬:৫৯

করোনাভাইরাসের প্রভাব পুরো বিশ্বজুড়ে। মরণব্যাধি এই ভাইরাসের তোপ পড়েছে ক্রীড়াঙ্গনেও। বন্ধ হয়ে গেছে অনেক টুর্নামেন্ট, লিগ। ফুটবল-ক্রিকেটের খেলাগুলোও চলছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাই নিজেদের পরবর্তী বোর্ড সভাও ভিডিও কনফারেন্সে করার সিদ্বান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুধু তাই নয় তবে স্বল্প পরিসরে বোর্ড সভাটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুবাইয়ে আগামী ২৬ থেকে ২৯ মার্চ হবার কথা ছিল আইসিসির বোর্ড সভা। করোনাভাইরাসের কারনে সেটি পিছিয়ে মে মাসের প্রথম সপ্তাহে করার সিদ্বান্ত নেয়া হয়েছে। তবে নির্ধারিত সভাটি স্বল্প পরিসরে ভিডিও কনফারেন্সে করবে আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কনোরাভাইরাসের বিষয়টি নিয়ে আইসিসির সকল সদস্যই বেশ চিন্তিত। এই ভাইরাসের মহামারি আকার ধারন করার বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়েই দুবাইয়ের সভাটি স্বল্প পরিসরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।’

আইসিসি আরও জানায়, ‘আইসিসি বোর্ড এবং সদস্যরা যার যার জায়গায় থেকেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠক করবেন। তবে পূর্ণাঙ্গ বৈঠক পিছিয়ে দেয়া হয়েছে। তা হবে মে মাসের শুরুতে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই সকল সিদ্বান্ত নেয়া হবে। সকলের স্বাস্থ্যগত বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে।’

(ঢাকাটাইমস/১৩ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :