‘ডিসকভারি’তে অভিষেক হচ্ছে রজনীকান্তের

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ০৯:১১
অ- অ+
বান্দিপোরা জাতীয় উদ্যানে রজনীকান্ত ও বেয়ার গ্রিলস

ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য বিনোদন নেটওয়ার্ক ‘ডিসকভারি’। এবার সেখানেই অভিষেক হতে চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের। শো-এর নাম ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’। ২৩ মার্চ, সোমবার রাত ৮ টায় ডিসকভারির ১২টি চ্যানেলে দেখা যাবে এই শো।

রজনীকান্তের সঙ্গে গ্রিলসের এই রোমাঞ্চকর জার্নি দেখানো হবে আটটি ভাষায়। থাকবে হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড়, বাংলা, তেলেগু, মারাঠি এবং ইংরেজিতে সাবটাইটেল। দর্শক ডিসকভারির নতুন অ্যাপ ডাউনলোড করেও এই শো দেখতে পারবেন। সেখানে সকাল ৬ টা থেকে দেখা যাবে শোটি।

রজনীকান্তের সঙ্গে এই বিশেষ এপিসোডটি শ্যুট করা হয়েছে বান্দিপোরা জাতীয় উদ্যানে। এর আগে কোনো দিন দক্ষিণের থালাইভাকে এমন রূপে দেখা যায়নি। এটি হতে চলেছে একেবারে নতুন অবতার। বলিউড সূত্রে খবর, বেশ কয়েকটি স্টান্টসও করবেন রজনী।

এর আগে গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি এপিসোডে দেখা যায় বেয়ার গ্রিলসকে। সেই এপিসোডে উত্তরাখণ্ডের একটি ন্যাশনাল পার্কে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে নৌকা করে নদী পেরোতে দেখা গিয়েছিল মোদিকে। নিজের ছোটবেলার গল্পও সেখানে বলেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ঢাকাটাইমস/২২মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা