বাড়িতে খাবার পৌঁছে দেবেন কুসুম শিকদার

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৪:৪০

করোনাভাইরাসের থাবায় দেশের অন্যান্য খাতের মতো ক্ষতিগ্রস্ত বিনোদন দুনিয়াও। গত ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য নাটক-সিনেমাসহ সব ধরনের শুটিং বন্ধ রয়েছে। কবে থেকে আবার কাজ শুরু হবে তার কোনো ঠিক নেই। এমন অবস্থায় সবচেয়ে বেশি বিপদে রয়েছেন নাটক ও সিনেমার ‘দিন আনে দিন খায়’ টাইপের শিল্পীরা। বিশেষ করে যারা দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করেন।

এসব শিল্পীদের সহায়তায় ইতোমধ্যে এগিয়ে এসেছেন চলচ্চিত্র ও নাট্য জগতের বেশ কয়েকজন স্বচ্ছল তারকা। আর্থিক সহায়তা দিয়েছে চলচ্চিত্রের শিল্পীদের সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও। এবার করোনার কারণে অসহায় হয়ে পড়া সিনেকর্মীদের পাশে দাঁড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। তিনি অবশ্য শুধু বেছে নিয়েছেন মেকআপ আর্টিস্টদের।

ক্যামেরার পেছনে কাজ করা এসব শিল্পীদের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন ‘লাল টিপ’ খ্যাত অভিনেত্রী কুসুম শিকদার। তিনি বলেন, ‘মেকআপ আর্টিস্টরা বর্তমানে দুঃসময় পার করছেন। আমি নিজ থেকে মেকআপ আর্টিস্টদের সংগঠনের সভাপতি বাবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে ১৫ জনের নাম দেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে অন্তত এক মাস খাওয়ার মতো খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।’

এই অভিনেত্রী মনে করেন, ‘একজন মেকআপ আর্টিস্ট শিল্পের দক্ষতা এবং মেকআপ ব্যবহার করে মডেলের সৌন্দর্যকে আরও আকর্ষনীয় করে তোলেন। তাদের কাজ সাধারণত একজন ফটোগ্রাফার বা ফ্যাশন ডিজাইনার তত্ত্বাবধান করে থাকেন। চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেকআপ শিল্পীদের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের এই দুঃসময়ে আমি সামর্থ্য অনুযায়ী পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র।’

কুসুম শিকদার আরও বলেন, ‘অনেকেই লজ্জার কারণে তাদের দুঃসময়ের কথা বলছেন না। তাদের অনুরোধ করব, কারো সাহায্যের দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দেব। ক্ষুদার্থ অবস্থায় দিন কাটাবেন না। যাদের সঙ্গে আমার পরিচয় নেই বা কোথাও থেকে কোনো ইনফরমেশন পায়নি, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে লজ্জাবোধ করবেন না। আমাকে জানালে অত্যন্ত খুশি হবো।’

এর আগে গত ৩১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও সেবিকাদের পিপিই দেন কুসুম শিকদার। অভিনেত্রী হোম কোয়ারেন্টাইনে থাকায় তার পক্ষে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের হাতে পিপিইগুলো তুলে দেন কুসুমের ব্যক্তিগত গাড়ি চালক। এবার মেকআপ আর্টিস্টদের দিচ্ছেন খাবার।

ঢাকাটাইমস/৫এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :