দুই মেয়ের পর করোনায় আক্রান্ত করিমও

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ০৮:৫৯
অ- অ+
ডানের ছবিতে বলিউড প্রযোজক করিম মোরানি এবং বামের ছবিতে তার দুই মেয়ে জোয়া ও শাজা

দুই মেয়ের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড প্রযোজক করিম মোরানিও। তারও করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে চিকিৎসার জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন শাহরুখ খানের ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির এই প্রযোজক।

করিম মোরানির ভাই মোহাম্মদ কোরানি জানিয়েছেন, প্রযোজক তার দুই মেয়ের সঙ্গেই ছিলেন। যেহেতু তার দুই মেয়েই করোনায় আক্রান্ত, ফলে তারও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। এমন আশঙ্কা ছিল প্রযোজকের পরিবারেরও।

করিমের দুই মেয়ে জোয়া ও শাজা ‘কোভিড-১৯’-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জোয়ার বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও মার্চে তিনি জয়পুরে গিয়েছিলেন। অন্যদিকে শাজা কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে ফেরেন। জোয়ার জ্বর, গলাব্যথা ঠান্ডা লাগা এসব ছিল।

কিন্তু শাজার তেমন উপসর্গ ছিল না। রুটিন চেকআপে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। শাজা তার বাবা করিমের সঙ্গে ভর্তি রয়েছেন নানাবতী হাসপাতালে। জোয়া রয়েছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। দুজনেই চিকিৎসকের কড়া নজরে রয়েছেন।

ঢাকাটাইমস/০৯এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা