সাশ্রয়ী দামে ১৭ ইঞ্চির যত ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ০৯:৫১

ল্যাপটপের বড় স্ক্রিন অনেক কাজ সহজ করে দেয়। বেশিরভাগ গ্রাহক ১৪ ইঞ্চি ও ১৫ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ পছন্দ করলেও বড় ডিসপ্লের জন্য অনেকেই ১৭ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপের দিকে হাত বাড়ান। বড় ডিসপ্লের সঙ্গেই এই ল্যাপটপগুলিতে শক্তিশালী প্রসেসর, বেশি মেমোরি পাওয়া যায়। ১৭ ইঞ্চি ডিসপ্লে থাকার কারণে মাল্টিমিডিয়া ও গেমিংয়ের জন্য আদর্শ এই ল্যাপটপগুলো।

এসুস টিইউএফ এফএক্স৭০৫ডিডি-এইউ০৫৫টি ল্যাপটপ

আসুস টিইউএফ এফএক্স৭০৫ডিডি-এইউ০৫৫টি ল্যাপটপে ১৭.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ল্যাপটপের ভিতরে রয়েছে রাইজেন ৫ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ জিপিইউ। সঙ্গে থাকছে ৮জিবি র‍্যাম ও ১টিবি হার্ড ড্রাইভ। ৫০,০০০ টাকার আশেপাশে এই ল্যাপটপ বিক্রি হয়।

এসার নাইট্রো ৫ এএন৫১৭-৫১-৫১৬ডব্লিউ

এটা এসারের মিড রেঞ্জ গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপে রয়েছে ৩০০ নিটস ব্রাইটনেসের ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে ইনটেল কোর আই৫ প্রসেসর। সঙ্গে রয়েছে এনভিডিয়া জিফোর্স ১৬৫০ জিপিইউ। থাকছে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি এসএসডি। সঙ্গে থাকছে ১টিবি হার্ড ড্রাইভ।

এমএসআই জিএফ৭৫ ৮আরডি-০৭৬আইএন এমএসআই জিএফ৭৫ ৮আরডি-০৭৬আইএন ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে। থাকছে ইনটেল কোর আই৭ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০টিআই জিপিইউ। সঙ্গে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ।

ডেল এলিয়েনওয়্যার ১৭ এমএলকে এটা ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের অন্যতম শক্তিশালী ল্যাপটপ। থাকছে ১৬জিবি র‍্যাম ও ১টিবি স্টোরেজ। একটানা গেম খেললেও এই ল্যাপটপ গরম হয় না। ফলে লম্বা গেমিং সেশনের জন্য আদর্শ এই ল্যাপটপ।

এসুস আরওজি স্ট্রিক্স জি৭৩১জিটি-এইচ৭১১৪টি এই ল্যাপটপেও একটি ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। থাকছে ইনটেল কোর আই৭ সিপিইউ, ৪জিবি এনভিডিয়া জিফোর্স ১৬৫০ জিপিইউ, ৮জিবি র‍্যাম ও ৫১২জিবি এসএসডি।

এসার প্রেডিটর হিলিওস ৩০০ পিএইচ৩১৭-৫৩-৫৭এমডব্লিউ এই ল্যাপটপেও থাকছে ১৭.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকছে ইনটেল কোর আই৯ প্রসেসর, ১৬জিবি র‍্যাম, ২৫৬জিবি এসএসডি ও ১টিবি হার্ড ড্রাইভ।

এমএসআই জিএল৭৩ ৮এসই-০৩৯আইএন ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আই৭ সিপিইউ। সঙ্গে রয়েছে ৬জিবি এনভিডিয়া আরটিএক্স জিপিইউ, ১৬জিবি র‍্যাম, ২৫৬জিবি এসএসডি ও ১টিবি হার্ড ড্রাইভ।

এইচপি ওমেন ১৭-এএন১১০এনআর ফুল এইচডি ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ১২জিবি র‍্যাম ও ১টিবি হার্ড ড্রাইভ। মাল্টি মিডিয়া ও গেমিংয়ের জন্য আদর্শ এই ল্যাপটপ। থাকছে ইনটেল কোর আই৭ প্রসেসর, ৪জিবি এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স কার্ড।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :