মেকআপ দিয়ে বিখ্যাত চরিত্রগুলো ফুটিয়ে তোলেন তিনি

লক ডাউনে সময়কে কাজে লাগানো মানুষ কত কিছুই না করছে। এদেরই একজন মেধা শ্রীবাস্তব। যিনি একজন শিল্পী। তিনি তার শৈল্পিক মেকআপ দক্ষতা প্রদর্শন করেছেন। যা রীতিমতো ভাইরাল হয়েছে।
যদিও মেধা অপরিচিত মুখ নন। তিনি এর আগে মেকআপ দক্ষতা দেখিয়ে কমিক কন ইন্ডিয়ার ‘ফ্যান ফেভারিট’স্বীকৃতি অর্জন করেন।
লক ডাউনের এই সময়টাতে অনেকেই অলস সময় কাটাচ্ছেন। এর মধ্যে সেলিব্রেটিরাও আছেন। কিন্তু মেধা তা না করে তিনি বিখ্যাত চরিত্রগুলো মেকআপের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর মধ্যে আছে ওয়ান্ডার ওম্যান, নেটফ্লিক্সের মানি হিস্টের অধ্যাপক, ডিজনির ম্যান্ডোরোরিয়ান, রিহানা প্রমুখ। মেকআপের মাধ্যমে এসব চরিত্রগুলো এত ফুটিয়ে তুলেছেন যেনো মনে হয় জীবন্ত।
মেকআপের এসব ছবি তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুনাম কুড়িয়েছেন। তার ফ্যানরা বলছেন, মেধার বিকল্প হয় না। তিনি অতুলনীয় মেকআপ শিল্পী।২৯ বছর বয়সী এই শিল্পী বলেন, আমি তিন বছর ধরে পারফর্মিং আর্টস নিয়ে কাজ করি। যা তিনি পরিবার থেকে পেয়েছেন।
তিনি বলেন, ‘আমি কখনই গ্ল্যামারাস মেকআপে আসিনি, তবে একজন শিল্পী হিসাবে নিজেকে অন্য চরিত্র, প্রজাতি বা লিঙ্গে রূপান্তরিত করার পুরো ধারণাটি উত্তেজনাপূর্ণ।’
মেধা জানান, রিহানা এবং বিলি আইলিশ চরিত্র মেকআপের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য কেবল উইগ, কস্টিউম এবং মেক-আপই নয় রঙিন কন্টাক্ট লেন্সও ব্যবহার করতে হয়েছিল তাকে।
তিনি বলেন, ‘আমি রিহানার মতো শক্তিশালী মহিলাদের পছন্দ করি যারা নিজের প্রতি সত্যই আত্মবিশ্বাসী এবং নিয়মিত তাদের নৈপুণ্যের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে।’
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এজেড)

মন্তব্য করুন