বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিল ঢাকা দক্ষিণ যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ২১:০৪| আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:০৬
অ- অ+

করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন ভ্যান, রিকশা ও সিএনজিচালক, অসহায় শ্রমজীবী তিনশো পরিবারে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

শনিবার নিজস্ব অর্থায়নে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু সূত্রাপুর থানা, ওয়ারী থানার, শ্যামপুর থানার ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবারে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আটা, ৩ কেজি আলু, ২টি ডেটল সাবান দেয়া হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোবাইল নম্বরে কল ও ম্যাসেজের মাধ্যমে তালিকা অনুযায়ী কিছু পরিবারের কাছে নিজে ও কর্মী বাহিনী দিয়ে চারটি টিমের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোঁছে দেয়া হয় বলে জানিয়েছেন এই যুবলীগ নেতা।

গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘মাননীয় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান প্রফেসর শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আত্বমানবতায় পাশে দাঁড়িয়েছে যুবলীগ। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি। অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।‘

সমাজের বিত্তবানদের আহবান জানিয়েছে বলেন, ‘অসচ্ছল ও মধ্যোবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।‘

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কারই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা