ত্রাণ চাওয়ায় কাউন্সিলরের দুর্ব্যবহার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ০০:১৫| আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৯:০০
অ- অ+

রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। ত্রাণের আশায় সেখানে জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়েছিলেন দুই নারী-পুরুষ। কিন্তু কাউন্সিলর তাদের ত্রাণ দেননি। তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন তিনি।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই নারী-পুরুষ এ অভিযোগ করেছেন। গৃহিণী ওই নারীর স্বামী একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। এখন দোকান বন্ধ। আর ওই ব্যক্তি মহল্লার চা দোকানি। তার দোকানও বন্ধ। তাই খাদ্য সহায়তা পেতে কাউন্সিলরের কার্যালয়ে গিয়েছিলেন তারা।

ওই নারী বলেন, তারা কখনও ত্রাণের আশা করেন না। কোনো দিন কোনো সহযোগিতা নিতে যাননি। কিন্তু এখন তার স্বামীর আয়-রোজগার বন্ধ। বড় বিপদে পড়েই জাতীয় পরিচয়পত্র নিয়ে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন। কিন্তু কাউন্সিলর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। কাউন্সিলরের এমন আচরণের পর তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেছেন।

ভুক্তভোগী ওই চা দোকানি বলেন, তিনিও জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়েছিলেন কাউন্সিলরের কাছে। কিন্তু ত্রাণ না দিয়ে গালি দিয়েছেন কাউন্সিলর। মুখের ওপর ছুঁড়ে মেরেছেন নিজের হাতে থাকা একটি খাতা।

তিনি বলেন, কাউন্সিলর তাকে কখনই কোনো সাহায্য করেননি। এবার বেকায়দায় পড়েই তার কাছে গিয়েছিলেন।

জানতে চাইলে গালিগালাজ ও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর আরমান আলী। তিনি বলেন, অভিযোগ সাজানো। এ রকম কোনো ঘটনা ঘটেনি। ত্রাণ বিতরণের সময় প্রশাসন ছিল। তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করছিল। ভিড় হবার কারণে তারা সরিয়ে দিয়েছে। আমি কিছু জানি না।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা