বাসায় অনুশীলন করতে গিয়ে রাশিয়ায় ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৯:১১
অ- অ+

লকডাউনের শিকার হলেন এক ফুটবলার৷ ট্রেনিং করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন বছর বাইশের এক তরুণ ফুটবলার৷ লকডাউনে বাড়িতে একা ট্রেনিং করতে গিয়ে মৃত্যু হয় লোকোমোটিভ মস্কো দলের ডিফেন্ডার ইনোকেন্তি সামোখভালভের৷ তরুণ এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুতে মর্মাহিত ফুটবলমহল৷ একা ট্রেনিং করার সময় হার্ট ফেল করে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

করোনাভাইরাস থাবা বসিয়েছে সারা বিশ্বে৷ রাশিয়াও এর ব্যতিক্রম নয়৷ করোনা নামক মহামারীর সংক্রমণ রুখতে রাশিয়াতেও জারি হয়েছে লকডাউন৷ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ফুটবল ম্যাচ ও ট্রেনিং সেশন৷ কিন্তু নিজেকে ফিট রাখার জন্য ট্রেনিং করতে গিয়ে মৃত্যু হয় এই তরুণ ফুটবলারের৷

ক্লাবের তরফে ফেসবুক পোস্টে তরুণ এই ফুটবলারের মৃত্যুর খবর জানানো হয়৷ পোস্টে লেখা হয়, ‘২০ শে এপ্রিল, কাজাঙ্কার ডিফেন্ডার ইনোকেন্তি সামোখভালভ মারা গিয়েছেন। ফুটবলটারটি একাই প্রশিক্ষণ করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক৷ কেশা তৃতীয় শ্রেণিতে আমাদের অ্যাকাডেমিতে এসেছিলেন, রাশিয়ার যুব চ্যাম্পিয়নশিপ জিতেছেন৷ এই মৌসুমে তিনি কাজাঙ্কার হয়ে খেলেছেন। সামোখভালভ তাঁর স্ত্রী এবং একটি ছেলে রেখে গিয়েছেন।’

ক্লাবের তরফে আরও জানানো হয়, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। আমরা ওর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। কেশা একজন দয়ালু, সহায়ক ব্যক্তি এবং ভালো বন্ধু ছিলেন।’

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তবুও বেঁচে আছি: ছাত্রদল নেতা শামীম
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা নিয়ে সংবাদ সম্মেলন
ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক সেজে চাঁদাবাজি! জনতার হাতে তিন প্রতারক আটক
উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা