লকডাউনে চিকিৎসা না পেয়ে ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১১:৪৮| আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:৫৪
অ- অ+

লকডাউনের শিকার হলেন এক ফুটবলার৷ ট্রেনিং করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন বছর বাইশের এক তরুণ ফুটবলার৷

লকডাউনে বাড়িতে একা ট্রেনিং করতে গিয়ে মৃত্যু হয় লোকোমোটিভ মস্কো দলের ডিফেন্ডার ইনোকেন্তি সামোখভালভের৷ তরুণ এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুতে মর্মাহিত ফুটবলমহল৷ একা ট্রেনিং করার সময় হার্ট ফেল করে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

করোনা ভাইরাস থাবা বসিয়েছে সারা বিশ্বে৷ রাশিয়াও এর ব্যতিক্রম নয়৷ করোনা নামক অতিমারীর সংক্রমণ রুখতে রাশিয়াতেও জারি হয়েছে লকডাউন৷ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ফুটবল ম্যাচ ও ট্রেনিং সেশন৷ কিন্তু নিজেকে ফিট রাখার জন্য ট্রেনিং করতে গিয়ে মৃত্যু হয় এই তরুণ ফুটবলারের৷

ক্লাবের তরফে ফেসবুক পোস্টে তরুণ এই ফুটবলারের মৃত্যুর খবর জানানো হয়৷ পোস্টে লেখা হয়, ‘২০ শে এপ্রিল, কাজাঙ্কার ডিফেন্ডার ইনোকেন্তি সামোখভালভ মারা গিয়েছেন। ফুটবলটারটি একাই প্রশিক্ষণ করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক৷ কেশা তৃতীয় শ্রেণিতে আমাদের অ্যাকাডেমিতে এসেছিলেন, রাশিয়ার যুব চ্যাম্পিয়নশিপ জিতেছেন৷ এই মৌসুমে তিনি কাজাঙ্কার হয়ে খেলেছেন। সামোখভালভ তার স্ত্রী এবং একটি ছেলে রেখে গিয়েছেন।’

ক্লাবের তরফে আরও জানানো হয়, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার। আমরা ওর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। কেশা একজন দয়ালু, সহায়ক ব্যক্তি এবং ভালো বন্ধু ছিলেন।’

ক্লাবের রিজার্ভ দল কাজানঙ্কার হয়ে ফুটবল খেলছিলেন, কিন্তু লোকোমোটেভের সিনিয়র স্কোয়াডে জায়গা পাবে বলে আশাবাদী ছিলেন তিনি। রাশিয়ান তৃতীয় বিভাগের কাজঙ্কার প্রধান কোচ আলেকজান্ডার গ্রিশিন সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। চিকিত্সকরা আমাদের মৃত্যুর কারণ বলেছেন হার্ট ফেলিওর।’

তিনি আরও বলেন, ‘যদি চিকিৎসকরা ওকে প্রশিক্ষণের অনুমতি দিয়ে থাকেন, তাহলে ধরে নিতে হবে ওর আগে কোনও সমস্যা ছিল না।’

২০১৫ সালে লোকোমোটেভ মস্কোতে যোগ দিয়েছিলেন সমোখভালভ৷ তবে প্রথম দলের হয়ে খেলার সুযোগ পাননি৷ করোনা ভাইরাসের কারণে রাশিয়ায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন রয়েছে৷ আর ৩১ মে পর্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবল খেলা স্থগিত রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা