‘২৭ এপ্রিল বন্যা হতে পারে, পাকা ধান কেটে নিন’

​সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ২২:০২

‘কাটলে ধান মিলবে ত্রাণ’ শ্লোগানকে সামনে রেখে ধানকাটার শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী, কাঁচি ও সাবান তুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন। বৃহস্পতিবার দুপুরে শনির হাওরের জমিতে ধান কাটার সময় শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল, আলু, ডাল।

কৃষকদের উদ্দেশে এমরান হোসেন বলেন, আগামী ২৭ এপ্রিল আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা দ্রুত পাকা ধান কেটে ফেলুন।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :