ছেলে গর্বের সাথে বলতে পারবে, ধোনির সঙ্গে খেলেছে: ইমরান তাহির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২০, ১২:৪৫
অ- অ+

চেন্নাই সুপার কিংসে ধোনির অধিনায়কত্বে খেলেছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির। উইকেট নেওয়ার পর সারা মাঠ জুড়ে দৌড়ের জন্য তিনি বিখ্যাত। এই স্পিনার এবার ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তিনি লাইভ ইউটিউব চ্যাটে জানিয়েছেন, তাঁর ছেলে গিরবান যখন বড় হবে, ধোনির সঙ্গে সময় কাটানো নিয়ে গর্ব করতে পারবে। ধোনিকে দুর্দান্ত অধিনায়ক এবং অসাধারণ মানুষ হিসেবেও উল্লেখ করেছেন তাহির।

এর আগে গত বছরও ধোনির প্রশংসা করে তাহির বলেছিলেন, ‘ধোনি একজন অসাধারণ নেতা। ও মানুষ হিসেবেও খুব ভাল। ও সবার কাছেই অনুপ্রেরণা। ও সবসময় সাহায্য করে।’

গত মৌসুমের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতার পর তাহির ও শেন ওয়াটসনের ছেলের সঙ্গে মজার ছলে দৌড় প্রতিযোগিতায় নামেন ধোনি। পরে তিনি গিরবানকে কোলে তুলে নেন। ওই দু’টি বাচ্চা ধোনির সঙ্গে এই দৌড় উপভোগ করে।

সেই ঘটনা প্রসঙ্গে তাহির বলেছেন, ‘আমার ছেলের কাছে ওটা বিশেষ মুহূর্ত ছিল। আমি মাহি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। উনি অসাধারণ মানুষ এবং দুর্দান্ত অধিনায়ক। উনি গিরবানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। গিরবান বড় হয়ে বলতে পারবে, ও বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের সঙ্গে খেলেছে। মাহিভাই যেভাবে বাচ্চাদের সঙ্গে মেশেন, সেটা আমার খুব ভাল লাগে। তাঁর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে।’

(ঢাকাটাইমস/০১ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাদওয়ান ববির বিরুদ্ধে দুদেকর মামলা
নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম
হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা