স্ত্রী-কন্যার সঙ্গে নাচলেন ওয়ার্নার
করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। এর জেরে ঘরবন্দি হয়ে আছেন ক্রীড়াজগতের সেলিব্রিটিরা। ঘরবন্দি রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও। ঘরবন্দি অবস্থায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন তিনি। সম্প্রতি টিকটকে নিজের মেয়ে ও স্ত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ওয়ার্নার। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিওতে ওয়ার্নারের পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী ক্যানডিস ও সামনে তাঁদের মেয়ে ইন্ডি। সেই ভিডিওতে তামিল গানের সুরে নাচছেন তাঁরা। সেই ভিডিও শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা আবার ফিরে এলাম।’
(ঢাকাটাইমস/৯ মে/এসইউএল)

মন্তব্য করুন