আলুর ট্রাকে মিলল ফেনসিডিল, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৯:৪৮
অ- অ+

আলুবোঝাই পিকআপ ভ্যানের পাটাতনে বিশেষভাবে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে অভিযান চালিয়ে কারবারিদের গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে পণ্য পরিবহনের আড়ালে তারা মাদক এই চালান রাজধানীতে নিয়ে এসেছিল।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকা টাইমসকে জানান, আমাদের কাছে খবর ছিল পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যানে ফেনসিডিলের একটি চালান রাজধানীতে আসছে। এমন খবরে মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকায় র্যাব সদস্য অবস্থান করে। মার্কেটের উত্তর পাশে আলুভর্তি একটি পিকআপ থামলে তাদেরকে ঘেরাও করা হয়। এসময় চালক বাদে বাকি চারজনের কাঁধে থাকা ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। সবাই জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ির ইঞ্জিন কাভারের ভেতরে গোপন চেম্বারে আরও ফেনসিডিল আছে বলে জানায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচ শতাধিক ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিদোয়ান, আবুল কালাম আজাদ, মো. বাচ্চু মিয়া, আনিছুর মন্ডল ও আব্দুল লতিফ।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, পণ্য পরিবহনের আড়ালে তারা সীমান্ত জেলা থেকে মাদকের চালান রাজধানীতে এনে বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। বাড়তি উপার্জনের জন্য তারা এই পেশায় জড়িত ছিল।

(ঢাকাটাইমস/০৯মে/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই: রিজওয়ানা
অবৈধ অভিবাসন নিয়ে কঠোর বার্তা মা‌র্কিন দূতাবাসের
যাত্রাবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জান শরীফ গ্রেপ্তার
মুজিব ও জিয়া হত্যাকাণ্ড—একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা