প্রিয় ব্যাট নিলামে তুলছেন মোহাম্মদ রফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২০, ১৪:৪৫
অ- অ+

করোনাভাইরাসের বিপর্যস্ত বিশ্ব, বাংলাদেশেও বিরাজ করছে টালমাটাল অবস্থা। মারণ ভাইরাস ঠেকাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ডাক্তার-আইনশৃঙ্খলাবাহিনীরা। তারা বাদেও লড়ছে আরেকদল সৈনিক, তারা হলের দেশের প্রখ্যাত ক্রীড়াবিদরা, নিজেদের গৌরবময় অর্জনগুলো থেকে প্রাপ্ত অর্থ দিয়ে করোনায় অসহায়দের দান করছেন। সেই দলে নিজেকে জুড়লেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) কর্মহীন হয়ে পড়া খেটে-খাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজের স্মৃতি বিজড়িত ব্যাট নিলামে তুলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড সাবেক বাঁ-হাতি অর্থডক্স বোলার মোহাম্মদ রফিক।

শুক্রবার (০৮ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন।

ভিডিও বার্তায় রফিক বলেন, ‘আসলামু আলাইকুম। সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছে। আমি চাচ্ছি, আমার এই ব্যাটি নিলামের উঠানোর জন্য। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িত রয়েছে। এখানে যে অর্থ আসবে; সেটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে ।’

২০০৮ সালে আন্তর্জাতিক ও ২০১০ সালে ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলা বলেন রফিক। ৪৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ৩৩টি টেস্ট ও ১২৫টি ওয়ানডেতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি নাম লিখিয়েছেন কোচিংয়ে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে কোচিং করাচ্ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/১০ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা