কম দামে পিক্সেল ফোন আনছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২০, ১০:৫০
অ- অ+

নতুন পিক্সেল ফোন আনছে গুগল। মডেল গুগল পিক্সেল ফোর এ। সম্প্রতি এই ফোনটি কনফিগারেশন এবং দাম ফাঁস হয়েছে। বাজারে আসলে ফোনটির দাম হবে ১২৯ ডলার। এতে থাকবে ৬৪ জিবি স্টোরেজ। ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম হবে ৩৪৯ ডলার।

সম্প্রতি জিএসএম এরিনা ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গেছে ৬৪ জিবি স্টোরেজে পিক্সেল ফোর এ ফোনের দাম ২৯৯ ডলার। যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি গুগল।

নাইন টু গুগল ওয়েবসাইট থেকে জানা গেছে গুগল পিক্সেল ফোর এ ফোনে থাকবে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে থাকবে ৬ জিবি র‌্যাম। ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে ফোনটি পাওয়া যাবে। থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।

এই ফোনে ১২.২2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। গুগল পিক্সেল ফোর মডেলেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি ৩.৫ মি.মি. অডিও জ্যাক।

ডিভাইসটির পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকছে। ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। কালো রঙের ফোনে থাকছে সাদা পাওয়ার বাটন।

(ঢাকাটাইমস/১৭মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা