রাণীনগরে লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করলেন এমপি ইসরাফিল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২০, ২১:১১

নওগাঁর রাণীনগর এবং আত্রাই দুই উপজেলার মোট ৪৯টি কমিউনিটি ক্লিনিকে প্রায় এক লক্ষ টাকার বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে রাণীনগর হাউজে নিজস্ব অর্থায়নে এসব ওষুধ বিতরণ করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম।

রাণীনগর এবং আত্রাই উপজেলার দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিটি উপজেলায় এক হাজার ৬২০টি জিংক, এক হাজার ৬২০ ক্যালসিয়াম, এক হাজার ৬২০ ভিটামিন ই ট্যাবলেট, চার হাজার প্যারাসিটামল ট্যাবলেট, সাড়ে ১২ হাজার বিভিন্ন এন্টিহিস্টামিন ট্যাবলেট এবং একশ মাস্ক বিতরণ করা হয়।

হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের হাতে এসব ওষুধ পৌঁছে দিতে রাণীনগর উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকের পক্ষে সিএইচসিপি আক্তারুজ্জামান উজ্জ্বল এবং আত্রাই উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকের পক্ষে সিএইচসিপি আব্দুল কুদ্দুস-এর হাতে এসব হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :