জীবনকে স্বাভাবিক করতে ক্রমান্বয়ে সব খুলে দিতে হবে: ক্লপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০২০, ১৬:৩৪

করোনা সংক্রমণের মাত্রা সেভাবে কমেনি ইংল্যান্ডে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওয়াটফোর্ডের এক ফুটবলার ও দুই কর্মী। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের আর এক ক্লাব বার্নলির সহকারী ম্যানেজার ইয়ান ওয়ানেরও শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। তারা অনুশীলনে না নামার সিদ্ধান্ত নিয়েছে। আর একটি ক্লাবের দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও সেই ক্লাবের নাম গোপন করা হয়েছে। সব মিলিয়ে মোট ছ’জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে ইপিএল আবার শুরু করা নিয়ে ব্রিটিশ ফুটবলমহলে তর্ক অব্যাহত। তবে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ মনে করেন, ঠিক সময়েই ইপিএল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে ইপিএলের দলগুলি ছোট ছোট গোষ্ঠীতে অনুশীলন শুরু করে দিয়েছে। আবার ফুটবলারদের মাঠে ফিরতে পেরে উল্লসিত ক্লপও। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে যেন চাঁদের উপর দিয়ে হাঁটছি। আমি বরাবর বলে এসেছি, মাঠে নামার জন্য তাড়াহুড়ো করব না। তবে এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে মোটেও তাড়াহুড়ো বলা যাবে না।’

ক্লপ আরও যোগ করেছেন, ‘জীবনকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে ধীরে ধীরে সমস্ত কিছু খুলে দিতে হবে। আমরা যারা ইংল্যান্ডে রয়েছি, তাদের জন্য এই ব্যাপারটার খুব প্রয়োজন ছিল। এটার মধ্যে কোনও ধরনের ব্যস্ততা রয়েছে বলে আমি মনে করি না।’

গত দু’মাস ফুটবল বন্ধ হওয়ার পরে ধীরে ধীরে ফুটবলারদের দেখা যাচ্ছে তাঁদের পরিচিত জগতে। সেই ছবিটাই ক্লপকে অনেক বেশি তৃপ্তি এবং স্বস্তি দিয়েছে। তিনি বলছেন, ‘সকলেই বোধ হয় একমত হবেন যে, ইপিএল এবং সমস্ত দলগুলিকে চাঙ্গা করে তুলতে আমরা যে পথে এগোচ্ছি তা ঠিক এবং ফুটবলকে ফিরিয়ে আনার এটাই সেরা মুহূর্ত।’

হিসেব মতো আগামী মাসে ইপিএল শুরু হলে দুটি ম্যাচে জয় প্রয়োজন ক্লপের দলের ইপিএল ট্রফি হাতে তুলতে। ক্লপ হয়তো সেই কারণে ফুটবলারদের ফিটনেস নিয়ে খুব একটা ভাবিত নন। তিনি বলেছেন, ‘শারীরিকভাবে দারুণ জায়গায় রয়েছে আমার দলের ফুটবলারেরা। ওদের শুধু মাঠে নেমে নতুন ভাবে বুটের সঙ্গে বলের সম্পর্কটা নতুন ভাবে গড়ে তুলতে হবে। সেই ব্যাপারের উপরেই এখন বেশি জোর দেব আমরা, যাতে ম্যাচ শুরু হলে ফুটবলারদের কোনও ধরনের অস্বস্তির মধ্যে না পড়তে হয়।’

যদিও তারই মধ্যে ক্লপকে পীড়া দিচ্ছে অ্যানফিল্ডে প্রিয় দর্শকদের অনুপস্থিতিতে তাঁর দলকে ম্যাচ খেলতে হবে। ক্লপের কথায়, ‘এমন প্রাণবন্ত এবং উজ্জীবিত সমর্থক না থাকলে দল এই জায়গায় পৌঁছাতেই পারত না। তবে দুর্ভাগ্যজনক ভাবে এখনকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে অ্যানফিল্ডের দর্শকদের। এখন এটাই দাবি করছে পরিস্থিতি।’

আরও বলেছেন, ‘আমি এটা আজও বুঝে উঠতে পারিনি, জীবনে যে ব্যাপারটার প্রতি আমার নিজস্ব কোনও নিয়ন্ত্রণ বা অধিকার নেই, তাকে পাওয়ার আশা করার মধ্যে কী সার্থকতা রয়েছে। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছি, তার গুরুত্ব মেনে এগোতে হবে।’

এ দিকে চলতি বছরের অগস্টেই চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে মরিয়া উয়েফা। ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট আলেকজান্দার সেফেরিন বলেছেন, ‘আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করা আমাদের লক্ষ্য।’

(ঢাকাটাইমস/২১ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :