পিরোজপুরে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২১ মে ২০২০, ১৭:৫৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেয়াল চাপা পড়ে শাহজাহান মোল্লা (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মোল্লা উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজের পিছনে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পরে বাসায় যাওয়ার পথে একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকাটাইমস/২১মে/পিএল

মন্তব্য করুন