বাংলাতে ইংলিশদের ক্ষেপাতেন তামিমরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ১৫:৫৪
অ- অ+

২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে হ্যান্ডশেক ঝগড়া বেঁধে গিয়েছিল দুই ক্রিকেটার তামিম ইকবাল ও বেন স্টোকসের মাঝে। সেই প্রসঙ্গে ইংরিশদের স্লেজিংয়ের বিষয়টি তামিম তুলে ধরেছেন, কীভাবে ইংলিশদের ক্ষেপিয়ে দিতেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে স্লেজিংয়ের প্রবণতা কম। প্রতিপক্ষদের মানসিক দুর্বল করতে একটু আধটু যা স্লেজিং করা হয় তার বেশিরভাগই তামিমের মাধ্যমে। সেই স্লেজিং প্রসঙ্গে ‘নট আউট নোমান’ অনুষ্ঠানে তামিম জানান, কীভাবে ইংলিশদের মেজাজ বিগড়ে দিতেন তারা।

‘ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে আমরা হারি। আমাদের তরুণ ক্রিকেটারদের তারা বেশ স্লেজিং করছিল। দ্বিতীয় ম্যাচের আগে আমি ঠিক করে নিয়েছিলাম, যাই হোক আজ আমি স্লেজিং করব।’- বলেন তামিম।

তামিম জানতে পারেন, ইংলিশরা ক্ষেপে যান তখনই- যখন প্রতিপক্ষ নিজেদের ভাষায় কথা বলে দল বেঁধে হাসাহাসি করেন। সেই উপায়ই মাঠে অবলম্বন করেছিলেন।

তামিম বলেন, ‘৫-৬ জন সতীর্থকে বলে রেখেছিলাম- আমি যাই বলি না কেন তোরা শুধু হাসবি। যে ব্যাটসম্যান ক্রিজে আসে, আমি একটা কথা বলি আর পাঁচজন মিলে হাসে। এতে ওদের মাথা খারাপ হয়ে যায়।’

তামিম জানান, ঐ ম্যাচে স্টোকসের সাথে বিতণ্ডার সূত্রপাত জনি বেয়ারস্টোর মাধ্যমে। তিনি বলেন, ‘ম্যাচ শেষে হ্যান্ডশেক করার সময় বেয়ারস্টো আমার হাত চিপ দিয়ে ধরে মুচড়ে দেওয়ার চেষ্টা করে। আমি প্রতিবাদ জানিয়ে বললাম- এটা কী করছ? তখন স্টোকস আসলে কথা কাটাকাটি জয়। ভ্যক্তিগতভাবে স্টোকসের সাথে কিছু হয়নি।’

(ঢাকাটাইমস/২৬ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা