কালবৈশাখী ঝড়ে দেয়ালচাপায় আ.লীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১৭:১৮
অ- অ+

বগুড়ার কাহালুতে কালবৈশাখী ঝড়ে মাটির ঘরের দেয়ালচাপায় মারা গেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজীর উদ্দিন সরদার (৭৫)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার কালাই ইউনিয়নের থিয়ট গ্রামে। ঘটনার সময় নজীর উদ্দিন ঘুমিয়ে ছিলেন।

নিহতের ভাতিজা ও কাহালু উপজেলার কালাই ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নান জানান, মঙ্গলবার রাত ও বুধবার ভোরে প্রবল ঝড়ের সময় বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়। ভোরে ঝড়ে নজীর উদ্দিন সরদারের মাটির দোতলা বাড়ি দেবে দু’পাশের দেয়াল ধসে পড়ে। তিনি ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে মারা গেছেন, প্রথমে এমন ধারণা করলেও উদ্ধারের সময় তার প্রমাণ পাওয়া যায়নি। বাড়ির অপর অংশ অক্ষত থাকায় পরিবারের কেউ আহত হননি। বুধবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, ঝড়ে দেয়াল চাপায় ঘুমন্ত অবস্থায় নজীর উদ্দিন সরদারের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা