যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, আটক ১১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১০ জুন ২০২০, ২২:০৫

নদীর পাড় কেটে বালু বোঝাই করে নিয়ে যাওয়ার পথে ১১ জন চোরাকারবারিসহ দুটি স্টিলবডি নৌকা আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ-সাতজন চোরাকারবারী নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ বর টেকের উত্তর পাশে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া মিয়ারচর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া(২০), একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে জুলহাস মিয়া(২২), মুসলিম মিয়ার ছেলে হযরত আলী(২৬), হারুণ মিয়ার ছেলে সাহেল মিয়া(২৬), মৃত নুনু মিয়ার ছেলে ফালান মিয়া(৩২), মুসলিম মিয়ার ছেলে মরম আলী(৪০), হারুণ মিয়ার ছেলে সোহেল মিয়া(২২), মৃত মোতালিব মিয়ার ছেলে রমজান আলী(৩০), সিরাজপুর বাঘগাওঁ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নুরুজ্জামান(৩২), ফালান মিয়ার ছেলে সেলিম হাসান জনি, লামাশ্রম গ্রামের আমীর আলীর ছেলে মোক্তার হোসেন(২২), তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শাহাব উদ্দিন(৩০) প্রমুখ।

বুধবার ভোরে তাহিরপুর থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

(ঢাকাটাইমস/১০জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :