সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ২১:১৫
অ- অ+

জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খানের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি ছাড়াও তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার গণমাধ্যমকে এসব তথ্য আবেদ খান নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করতে দিই। আজ শনিবার পজিটিভ রিপোর্ট আসে।’

সাংবাদিক আবেদ খান আরও জানান, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন জানিয়ে বলেন, ‘শারীরিক অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই।’

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। খ্যাতিমান সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী শনিবার মারা গেছেন, তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

(ঢাকাটাইমস/২০জুন/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
আইবিটিআর-এ বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরু
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০১তম সভা অনুষ্ঠিত
বগুড়ায় খালের পানিতে ৬টি গ্রেনেড উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা