‘প্যান্ট পরে’ এবার খুশি ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ১৬:৫৪
অ- অ+

জীবিত অবস্থায় তিনি নিজের মূর্তি স্থাপিত হতে দেখে যেতে পারলেন। ভাগ্যবান বটে। বার্সেলোনার বহু জয়ের সাক্ষী তিনি। বার্সার বহু জয়ে তাঁর অবদান রয়েছে। তাই নিজের মূর্তি দেখে প্রথমে গর্ববোধ হয়েছিল আন্দ্রে ইনিয়েস্তার। নিজের পাথরের মূর্তি দেখে প্রথমে খুশি হয়েছিলেন তিনি। তবে সেই আনন্দ মূহূর্তে মাটি হয়ে যায়। যে কারিগর সেই পাথরে মূর্তি তৈরি করেছেন তিনি সেটির সারা শরীরে একটি সুতোও রাখেননি। আর তাই নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছিল। যা দেখে বিব্রত বোধ করেন বার্সার কিংবদন্তি।

মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। সেই ছবি নিয়ে হাসাহাসি শুরু হয়। সেসব ইনিয়েস্তার নজর এড়ায়নি। ইনিয়েস্তা এখন জাপানি ক্লাব ভিসেল-এর হয়ে খেলেন। তবে স্পেনের ফুটবলে তাঁর অবদানের কথা ভোলেননি সেখানকার মানুষ। ১০ জুলাই স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্ণ হবে। বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অতিরিক্ত সময় গোল করে স্পেনকে জিতিয়েছিলেন ইনিয়েস্তা। স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার যে ভঙ্গিমায় সেই গোলটি করেছিলেন মূর্তিটি সেই আদলে তৈরি করা হয়েছে। ইনিয়েস্তার শহরে প্রশাসন সেই মূর্তিটি তৈরির উদ্যোগ নিয়েছে। তবে প্রথমে একেবারে নগ্ন ছিল মূর্তিটি।

১০ জুলাই সেই মূর্তির উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত করোনা পরিস্থিতিতে তা হচ্ছে না। তবে মূর্তিটির নগ্ন অবস্থার কথা জানতে পেরে ইনিয়েস্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এর পরই কর্তৃপক্ষ সেই মূর্তিকে প্যান্ট পরিয়ে দেয়। তারপর ইনিয়েস্তা টুইটারে লেখেন, ‘আমাকে প্যান্ট পরানোর জন্য ধন্যবাদ।’

(ঢাকাটাইমস/২২ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশন নিয়ে নেমেছে: জামাল কামাল মোল্লা
সর্ষের তেলে রান্না করলে কি হার্টের ঝুঁকি বাড়ে?—বিশেষজ্ঞরা বলছেন যা
জামায়াতের সমাবেশে নেতাকর্মী পরিবহনে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে
সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা