এবার সাঙ্গাকারা ও জয়াবর্ধনেকে সমন পাঠাল পুলিশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৫:৩০
অ- অ+

২০১১ বিশ্বকাপের ফাইনাল। যে ফাইনালে হারের ব্যথাও হয়তো এতদিনে ভুলে গেছে শ্রীলঙ্কার ক্রিকেটভক্তরা। কিন্তু ৯ বছর আগের সেই ফাইনাল নিয়েই উত্তাল হয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। ম্যাচটি ভারতের কাছে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা; এমন অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তদন্ত।

যে তদন্ত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা, তার ডেপুটি ছিলেন জয়াবর্ধনে।

কেবল এই দুই ক্রিকেটারই নন, ইতোমধ্যে আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলঙ্কার পুলিশ। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়। কলম্বোতে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটারকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় ২০১১ বিশ্বকাপে ফাইনাল খেলা লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে।

২০১১ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। শেষ চারে নিউজল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। দারুণ ছন্দে থাকলেও উইনিং কম্বিনেশন ভেঙে ফাইনালের একাদশে চারটি পরিবর্তন আনে লঙ্কানরা।

জয়ের ধারায় থাকার পরও ফাইনালের মতো ম্যাচের একাদশে চারটি পরিবর্তন দেখে সে সময়ই অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। পরেও এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই চার পরিবর্তনের কারণেই মূলত অভিযোগ উঠেছে। চারজন ক্রিকেটার পরিবর্তনের মধ্যে দুজন ছিলেন মুত্তিয়া মুরালিধরন ও অ্যাঞ্জেলো ম্যাথুস। এই দুজনকে ছাড়াই ফাইনাল খেলতে নেমেছিল শ্রীলঙ্কা।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ তোলেন। তার অভিযোগ, ভারতকে ফাইনাল ম্যাচটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আর ওই ঘটনায় শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার জড়িত ছিলেন।

আলুথগামাকে একাই ম্যাচটি নিয়ে প্রশ্ন তোলেননি। শ্রীলঙ্কাকে ৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এরআগে সন্দেহ প্রকাশ করেন। তিনিও ম্যাচটি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা