পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় শান্তা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১১:১৭
অ- অ+

গ্ল্যামারাস ফ্যাশন মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা শান্তা পাল।মিস এশিয়া-২০১৯ এ ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। বিভিন্ন ফ্যাশন হাউজের এবং বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে হালে বেশ আলোচিত এক নাম।

১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন শান্তা। মিস এশিয়া গ্লোবালে চতুর্থ স্থান লাভ করা শান্তা মিস বিউটিফুল আইজ খেতাব পান।

বড়পর্দায় যাত্রা শুরুতে দেশের গণ্ডি পেরিয়ে ভারতের তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শান্তা। ‘ইয়ে রা লা ভা’ শিরোনামের ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন শান্তা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেন শান্তা।

শান্তা জানান,এই ছবিটি প্রযোজনা করছে দ্য রিসার্চ মিডিয়া গ্রুপ। ছবিটি প্রসঙ্গে বলেন, এটি একটি থ্রিলার ছবি। আমি ‘অনন্যা’ চরিত্রের একজন মেয়ের ভূমিকায় অভিনয় করবো। একজন বর্ষীয়ান অভিনেতা থাকবেন ভিলেন চরিত্রে। ওখানকার কোন প্রতিষ্ঠিত পরিচালক ছবিটি পরিচালনা করবেন।

শান্তা পাল বলেন,'করোনা পরিস্থিতিতে নিজেকে সময় দিচ্ছি।নাচটা শিখছি, পাশাপাশি অভিনয় স্কিলটাকে আরও ডেবোলাপ করছি। পাশাপাশি হিন্দি ভাষাটাকে আরও ভালো ভাবে আয়ত্তে আনার চেষ্টা করছি।পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটির কাজ শুরু হবে। 'প্রথমে ১৫ দিন ওয়ার্কশপ করতে হবে। তারপর ২০ দিনের মধ্যে শুটিং সম্পন্ন হবে।'

এদিকে যৌথ প্রযোজনার একটি ছবিতে সহসাই কাজ শুরু করবেন শান্তা।এ ছবিতে অভিনেতা অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া শান্তা শিঘ্রই দুটো সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিবেন।একটি হলো ‘মিস ফটোজেনিক অব ইন্ডিয়া’ অন্যটি হলো ‘ফেস অব ইন্ডিয়া’। করোনাভাইরাস মহামারির কারণে আটকে আছে প্রতিযোগিতা দুটো। ইতোমধ্যে রেজিস্ট্রেশান কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান শান্তা।

উল্লেখ্য,শুরু থেকেই শোবিজ অঙ্গনে সুনামের সহিত এগিয়ে যাচ্ছে শান্তার পথচলা। যদিও শান্তার শুরুটা হয়েছিল মডেলিং এর মাধ্যমে।শান্তা রেম্প এর বিচরনে তার সুখ্যাতি অর্জনসহ ও দেশের বহু নামওদামী তথা বিভিন্ন ইন্টারন্যাশনাল রানওয়েতেও ক্যাটওয়াক করেছেন।

ঢাকাটাইমস/৪জুলাই/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা