গাজীপুরে প্রাইভেটকারচাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুরের ভবানীপুর এলাকায় প্রাইভেটকারচাপায় সান্তনা রানী নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই নারী। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত সান্তনা রানী টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদুজ্জামান জানান, শনিবার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন সান্তনা। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরো দুই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

মন্তব্য করুন