ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ লিংকডইনের বিরুদ্ধে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২০:০৩
অ- অ+

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠল প্রফেশনাল নেটওয়ার্ক লিংকডইনের বিরুদ্ধে। মার্কিন ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক অনলাইন এই পরিষেবার বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির গুরুতর অভিযোগ উঠেছে।

লিংকডইনের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারকারীদের আইফোন ও ম্যাকবুক প্রোর ক্লিপবোর্ড অ্যাকসেস করে তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে। ব্যবহারকারীদের ক্লিপবোর্ডের যাবতীয় তথ্যের অনুলিপি করে তা নিজেদের কাছে সংরক্ষণের অভিযোগ উঠেছে লিংকডইনের বিরুদ্ধে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি ধরা পড়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪ এর একটি বিশেষ ফিচারে। ওই ফাচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে।

সম্প্রতি এক আইফোন ব্যবহারকারী টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে লিংকডইন এটিকে একটি যান্ত্রিক ত্রুটি হিসাবেই ব্যাখ্যা করেছে। সংস্থা জানিয়েছে, দ্রুত নতুন আপডেটের মাধ্যমে এই ত্রুটি শুধরে নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা