সোনামসজিদে ফেনসিডিলসহ ভারতীয় চালক আটক, ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২২:৪৯
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ভারতীয় এক ট্রাকচালককে ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে পাথরভর্তি ট্রাকটিকে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি ভারতের মালদা জেলার নরেন্দ্রপুর গ্রামের খলিল শেখের ছেলে টনিক শেখ (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে সন্ধ্যায় ভারতের মহদিপুর থেকে পাথরভর্তি ট্রাকে ফেনসিডিল এসেছে। খরব পেয়ে ৫৯ বিজিবির সদস্যরা ট্রাকটিকে তল্লাশি করতে গেলে চালক পালানোর সময় তাকে আটক করা হয়। ঘটনস্থলে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ইন্ডিয়া ডব্লিউ বি-৫৯/বি-৩১৬৩ ট্রাকটিকে পাথরসহ জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের মেইন পিলার ১৮০/৪ এস এবং ৫ এর মাঝামাঝিতে ঘাস কাটার সময় জাহাঙ্গীর নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ সদস্যরা।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সিগারেট অত্যন্ত সস্তা-সহজলভ্য, করারোপ ও মূল্যবৃদ্ধি জরুরি
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা