বৃষ্টি থাকবে আরও কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১২:১৫| আপডেট : ১০ জুলাই ২০২০, ১২:১৮
অ- অ+

ভরা বর্ষায় ঝুম বৃষ্টির দেখা না মেলা নিয়ে গত দিনসাতেক আগেও ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে দেশবাসী বৃষ্টিবন্দনা করেছিল। সম্ভবত সেই বন্দনা আকাশ অবদি পৌঁছে গিয়েছে। আর তাতেই বৃষ্টির শুরু! কখনও হালকা বৃষ্টি, আবার কখনও ঝুম বৃষ্টি। লেগেই আছে টানা তিন-চারদিন। চলবে আরও কয়েকদিন। তবে টানা বৃষ্টির সম্ভবনা নেই।

আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের দক্ষিণে ১৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপরই কমতে শুরু করবে বৃষ্টির। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে সামনের দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকাটাইমসকে বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে রংপুর বিভাগে সামনের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভবনা আছে। । দক্ষিণাংশে ১৩ ১৪ জুলাই পর্যন্ত বৃষ্টি থাকবে, পরে কমে আসবে। এই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে টানা বৃষ্টি হবে না।’

এদিকে আজকের আবহাওয়া নিয়ে আবহাওয়া অফিস বলছে, আজ দেশের ১৮টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এনআই/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা