তৃতীয় দফায় বন্যা শুরু, ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ মানুষ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০২০, ২২:১৪

যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় জামালপুরে তৃতীয় দফায় বন্যা শুরু হয়েছে। চরম দুশ্চিন্তায় রয়েছে বানভাসীরা। জেলা প্রশাসনের হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৯ লাখ ৮৭ হাজার ৫৪১ জন মানুষ। এসব বানভাসীদের দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

সোমবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

ব্রহ্মপুত্র নদের পানিও বিপদ সীমা অতিক্রম করায় নতুন নতুন এলাকা বন্যাকবলিত হচ্ছে। যমুনার পানি বাড়ায় তৃতীয় দফা বন্যা শুরু হওয়ায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সোমবার সকালে জামালপুর পৌরসভার নাওভাঙ্গা চর এলাকায় গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে সেখানকার বাসিন্দারা। বাড়ি ঘর পানিতে তলিয়ে যাওয়ায় সেখানকার শতাধিক বাসিন্দা তাদের গবাদি পশু নিয়ে জামালপুর শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে।

নাওভাঙ্গা চর এলাকার বাসিন্দা আবুল হাশেম জানান, অনেক দিন যাবত তারা শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। কয়েকবার পানি কমলে বাড়ির ফেরার প্রস্তুতি নেন তারা। কিন্তু আবার পানি বেড়ে যায়। তাই তারা বাড়ি ফিরতে পারে না। এই জায়গায় খুব কষ্টে দিন পার করছে তারা।

নাওভাঙ্গা চর এলাকার ষাটোর্ধ বাসিন্দা আব্দুল মান্নান জানান, বন্যার পানি থাকায় কোনো জায়গায় কোনো কাজ করতে পারছে না তারা। খুবই অভাব ও কষ্টে দিন কাটছে তাদের। তাই তারা সরকারি সহায়তার দাবি জানান।

জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, বন্যায় এ পর্যন্ত ৩ হাজার ৪০৮.৫৭০ মেট্রিক টন ভিজিএফ চাল, ৬১০ মেট্রিক টন জিআর চাল, ২১ লাখ ৫০ হাজার টাকা জিআর ক্যাশ, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার গো-খাদ্য, ২ লাখ টাকার শিশু খাদ্য বরাদ্দ আসে। পর্যায়ক্রমে এসব বিতরণ করা হচ্ছে। ত্রাণের যোগ্য সকল বানভাসীকে ত্রাণ দেওয়া হবে বলে জানান তিনি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, কুড়িগ্রাম ও উজানে ভারি বৃষ্টিপাত হওয়ায় তৃতীয় দফা বন্যা শুরু হয়েছে। এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তিনি।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :