আবারো বাড়বে যমুনার পানি

জামালপুরে যমুনা নদীর পানি আগামী দুই দিন কমার পর আবারো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ আরো বাড়বে বানভাসীদের। তবে বানভাসীদের দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার দুপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরীঘাট পয়েন্টে বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার সকালে জামালপুর পৌরসভার নাওভাঙ্গার চর এলাকায় গিয়ে দেখা যায় বন্যার পানি এখনও না কমায় শতাধিক গ্রামবাসী এক মাস যাবত আশ্রয় নিয়েছে শহর রক্ষা বাঁধে। সেখানকার আশ্রিত মো. হাশেম জানান, প্রায় এক মাস যাবত শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন তিনি ও তার পরিবার। এভাবে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছে তাদের জীবন। দীর্ঘদিন বন্যা থাকায় নষ্ট হচ্ছে তাদের বাড়ি ঘরের আসবাবপত্র। একবার সরকারি ত্রাণ সহায়তা পেলেও তাও চাহিদার তুলনায় কম। তারা সবাই ত্রাণ দেয়ার দাবি জানান।
ত্রাণের বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী বলেন, বানভাসীদের দুর্ভোগ কমাতে সরকারি ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে ত্রাণ পাওয়ার যোগ্য সবাইকে ত্রাণ দেয়া হবে।
জামালুপর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, আগামী দুই দিন যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে পারে। কিন্তু এরপর যমুনার নদীর পানি আবারো বৃদ্ধি পাবে এবং দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
(ঢাকাটাইমস/২৭জুলাই/কেএম)

মন্তব্য করুন