কোরবানির গোশত আনতে গিয়ে দুদিন পর লাশ

ঈদে কোরবানির গোশত সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হল না আলী হোসেন (২৫) নামে এক যুবকের। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল গ্রামের আব্দুল গনির ছেলে।
ঈদের দিন সকাল থেকেই নিখোঁজ হয় আলী হোসেন। নিখোঁজ থাকার দুইদিন পর সোমবার দুপুরে জমিতে মিলে আলীর লাশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, জেলার জগন্নাথপুর পৌর এলাকার বটেরতলের আব্দুল গনির ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমিনের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল আহমদ বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়া তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।
(ঢাকাটাইমস/৩আগস্ট/কেএম)

মন্তব্য করুন